আর্ক আরিয়ান এর স্বল্প দৈঘ্য চলচ্চিত্র জলরঙ নিয়ে ভাবনা

0

আমাকে অভিনয় করেই বাঁচতে হবে!
—হুমায়ুন ফরীদি স্যার

থিয়েটার থেকে যাত্রাটা শুরু।আমার গুরু,আহাদ শুভ(গৌড়নাট নাট্যদলের সেক্রেটারি)ওনার থেকেই হাতে কলমে অভিনয়ের শিক্ষাটা নিয়েছি,যতটুকু পেরেছি।
শিল্পকলা একাডেমীতে “রাজার নতুন জামা” “প্রহেলিকা” “হরু নাপিত” “যোদ্ধা” আরো বেশি কিছু নাটকে—মঞ্চ অভিনয় করেছি।

এরপর মিডিয়ার যাত্রাটা শুরু! টিভি নাটক দিয়ে শুরু হয় মিডিয়াতে আমার প্রথম কাজ।
এর আগে কিছু শর্টফিল্মএ কাজ করা হয়েছে।কাজগুলোর মধ্যে “অস্তিত্ব” “প্রতিবিম্ব” “মঙ্গলযাত্রা” অন্যতম।

““জলরঙ”” একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।এর আগে এমন গল্পে কাজ করা হয় নি““জলরঙ”” আমার প্রিয় একটি স্বল্প দৈঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে।চরিত্রের নাম “শফি”।
রাইটার যখন আমাকে গল্পটা শোনায়,গল্পটা আমার কাছে চমৎকার লাগে।বিশেষ করে “শফি” চরিত্র টা আমাকে মুগ্ধ করে। গল্প সম্পর্কে আস্তে আস্তে সবই জানতে পারবেন।

যেহেতু “জলরঙ” আমার প্রথম চলচ্চিত্র—
কতটুকু দিতে পারবো জানি না।তবে সর্বোচ্চ চেষ্টা করবো “শফি” চরিত্র টাকে ফুটিয়ে তোলার।
বাকিটা আপনাদের হাতে। আপনারা কিভাবে আমাকে গ্রহন করবেন সেটাই তো আসলে মূল বিষয়।
আমার জন্য দোয়া করবেন।আমি আসলে অভিনয়টাই করতে চাই।
ধন্যবাদ..

যেহেতু “জলরঙ” আমার প্রথম চলচ্চিত্র—
কতটুকু দিতে পারবো জানি না।তবে সর্বোচ্চ চেষ্টা করবো “শফি” চরিত্র টাকে ফুটিয়ে তোলার।
বাকিটা আপনাদের হাতে। আপনার কিভাবে আমাকে গ্রহন করবেন সেটাই তো আসলে মূল বিষয়।
আমার জন্য দোয়া করবেন।আমি আসলে অভিনয়টাই করতে চাই।
ধন্যবাদ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here