প্রথমবারের মতো বোমা বিশেষজ্ঞ হিসেবে আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘আইএবিটিআই’ (IABTI- International Association of Bomb Technicians & Investigators) – এর স্বীকৃতি পেলেন ঢাকা মহানগর পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের তিনজন বোম টেকনিশিয়ান।
এরা হলেন অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী, পরিদর্শক এসএম রইসুল ইসলাম এবং উপপরিদর্শক রফিক উদ্দিন।