আগামী শুক্রবার (৫ মে) বাংলাদেশে মুক্তি পাচ্ছে না বলিউড বাদশা শাহরুখ খানের ‘পাঠান’। এক সপ্তাহ পিছিয়ে ছবিটি আগামী ১২ মে মুক্তি পাবে।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক নেতা ও সেন্সর বোর্ডের সদস্য খোরশেদ আলম খসরু।
দ্বিতীয়ত, এবারের মুক্তি পাওয়া ৮টি ছবির পরিচালকরা সম্মিলিত চলচ্চিত্র পরিষদের কাছে পাঠানের মুক্তি দুই সপ্তাহ পেছানোর আবেদন করেছে। তাদের আবেদনের প্রেক্ষিত সেখান থেকে সিদ্ধান্ত হয়েছে ৫ নয় ১২ মে ‘পাঠান’ ছবিটি মুক্তি দেওয়ার।
সাফটা চুক্তির আওতায় ৫ শর্তে ২ বছরের জন্য ১৮টি হিন্দি ছবি আমদানির অনুমতি দিয়েছে সরকার।