যে কারণে মেসিকে নিষিদ্ধ করল পিএসজি

0

সম্প্রতি পরিবার নিয়ে দুই দিনের জন্য সৌদি আরব সফর করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কেননা তিনি দেশটির পর্যটন বিষয়ক দূত। এ নিয়ে দ্বিতীয়বার সৌদি সফরে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে এবার সৌদি আরবে যাওয়ায় নিষেধাজ্ঞার কবলে পড়তে হল মেসিকে। তার ওপর দুই সপ্তাহের নিষেধাজ্ঞা আরোপ করেছে নিজের ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। এই সময়ে ফরাসি ক্লাবটির হয়ে কোনও ম্যাচ বা অনুশীলনে অংশ নিতে পারবেন না আর্জেন্টাইন এই সুপারস্টার। পাবেন না আর্থিক সুবিধাও।

জানা গেছে, নিষেধাজ্ঞার পাশাপাশি মেসির সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্তও নিয়েছে পিএসজি। যার অর্থ, পিএসজিতে মেসির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে আগামী মাসেই।

মেসি পিএসজির হয়ে সর্বশেষ খেলেছেন রবিবার। লিগ আঁতে লঁরার বিপক্ষে ম্যাচের পরই ক্লাব কর্তৃপক্ষের কাছে সৌদি সফরের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তিনি।

সোমবার দলের অনুশীলন সূচি থাকায় তাকে অনুমতি দেননি কোচ ক্রিস্তফ গালতিয়ের ও ক্রীড়া পরিচালক লুইস কাম্পোস।

অনুমতি না পাওয়ার পরও পরিবার নিয়ে সৌদি আরবে যান আর্জেন্টাইন অধিনায়ক।

দুই সপ্তাহের এই নিষেধাজ্ঞায় পিএসজির দুটি ম্যাচ মিস করবেন মেসি। খেলতে পারবেন ২১ মে অঁজার বিপক্ষে ম্যাচে। সূত্র: মার্কা, দ্য গার্ডিয়ান, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here