১৫ মাসের মধ্যে ডলারের বিপরীতে রুবলের মান সর্বনিম্ন পর্যায়ে

0

রাশিয়ায় রাজনৈতিক ডামাডোলের কারণে দেশটির মুদ্রা রুবলের দরপতন হয়েছে। শুক্রবার ১৫ মাসের মধ্যে ডলারের বিপরীতে রুবলের মান প্রথমবারের মতো ৮৯ ছাড়িয়ে যায়। তবে আজ শনিবার রুবলের দর আবার ৮৮ উঠেছে।

 বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার গ্রিনিচ মান সময় ১১টা ৫৬ মিনিটে রুবলের মান ১ দশমিক ৮ শতাংশ পড়ে যায়। তখন প্রতি ডলারের বিপরীতে ৮৯ দশমিক ১৫ ডলারে দাঁড়ায়। এরৃ আগে তা সর্বোচ্চ ৮৯ দশমিক ৩২ রুবল পর্যন্ত উঠেছিল।

বাজার বিশ্লেষকদের পূর্বাভাস, ডলারের মান শিগগিরই ৯০ রুবলে উঠবে। তারা বলছেন, তেলের দাম স্থিতিশীল থাকার পরও রুবলের দরপতন হচ্ছে।

গতবছর রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পর পশ্চিমারা রাশিয়ার ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে। ধারণা করা হয়েছিল, রুশ মুদ্রা রুবলের দামে বড় ধরনের পতন হবে। কিন্তু রুশ সরকার পুঁজি নিয়ন্ত্রণ ও বিভিন্ন দেশকে রুবলে গ্যাসের দাম পরিশোধ করতে বাধ্য করার মধ্য দিয়ে রুবলের দর ধরে রেখেছিল। কিন্তু গত সপ্তাহের শেষে রাশিয়ার ভাড়াটে বাহিনী ভাগনার সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তৈরি হয়।

এ ছাড়া অর্থনৈতিক কারণেও রুবলের দরপতন হয়েছে বলে রয়টার্স জানিয়েছে। মাসের শেষে রাশিয়ার রপ্তানিকারকেরা বিদেশি মুদ্রাকে স্থানীয় মুদ্রায় রূপান্তরিত করেন। সেই সময় গত বুধবার শেষ হয়েছে।

ব্যাংক অব রাশিয়ার ডেপুটি গভর্নর আলেক্সেই জাবোৎকিন রয়টার্সকে বলেছেন, রপ্তানি আয় ও ব্যালান্স অব পেমেন্ট কমে যাওয়ার কারণে রুবলের দরপতন হয়েছে। তবে এটা আর্থিক স্থিতিশীলতার জন্য ঝুঁকি নয় বলেই তিনি মনে করেন।

জাবোৎকিনকে উদ্ধৃত করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, চলতি বছর মূল্যস্ফীতির প্রভাব বিবেচনার সময় পরবর্তী পর্ষদ সভায় মুদ্রার বিনিময় হারের ওঠানামার বিষয়টি আমলে নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here