হৃত্বিকের ‘ফাইটার’ ছবির লুক প্রকাশ্যে আসতেই বিতর্ক

0

আগামী বছরের শুরুর দিকেই মুক্তি পাচ্ছে হৃত্বিক রোশানের ‘ফাইটার’ ছবি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবির প্রথম ঝলক প্রকাশ করলেন নায়ক। সেই ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। হলিউডে থেকে নকল করেই কি ‘ফাইটার’-এর ফার্স্ট লুক বানিয়েছেন নির্মাতারা? এ নিয়ে চলছে জল্পনা।

সামনে উন্মুক্ত দিগন্ত। এয়ারফোর্সের পোশাকে ফাইটার জেটের সামনে দাঁড়িয়ে হৃত্বিক। যদিও ছবিতে তার মুখ দেখা যাচ্ছে না। উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ‘সিল্যুয়েট’ জাতীয় এই ছবি পোস্ট করেই ‘ফাইটার’-এর মুক্তির তারিখ ঘোষণা করলেন হৃত্বিক। ছবিতে হৃত্বিকের এই লুক দেখে বেশ উৎসাহী অভিনেতার অনুরাগীরা। সেই লুক নিয়েই শুরু হয়েছে বিতর্ক। ‘ফাইটার’-এর ফার্স্ট লুকে হৃত্বিকে এক ঝলক দেখলে ‘টপ গান: ম্যাভেরিক’-এ টম ক্রুজের এয়ারফোর্সের ইউনিফর্ম পরা লুকের কথাই মনে পড়ে। সেই একই ফ্রেম, একই শারীরিক অভিব্যক্তি। শুধু অভিনেতা আলাদা। টম ক্রুজের পরবর্তী ছবি ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং’ ছবিতে থাকতে চলেছে একাধিক ‘এরিয়াল অ্যাকশন’। আগামী জুলাইয়ে মুক্তি পেতে চলেছে সেই ছবি। অন্য দিকে, ‘ফাইটার’ মুক্তি পেতে এখনও ঢের দেরি। ‘মিশন: ইমপসিবল – ডেড রেকনিং’ মুক্তি পাওয়ার পরে সেই ছবি থেকেই দৃশ্য ধরে নকল হবে না তো ‘ফাইটার’-এ? ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পরে এই প্রশ্ন থেকেই যাচ্ছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here