হুতিদের কাছে পাঠানো ইরানের অস্ত্রের চালান জব্দের দাবি যুক্তরাষ্ট্রের

0

ইরানি অস্ত্রের একটি চালান জব্দের দাবি করেছে যুক্তরাষ্ট্র। চালানটি ইয়েমেনে হুতিদের কাছে যাচ্ছিল বলেও জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। ফিলিস্তিনির সমর্থনে হুতিরা লোহিত সাগরে ইসরায়েলগামী জাহাজসহ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাহাজে  হামলা চালিয়ে আসছে। 

খবর অনুসারে, অস্ত্রের এই চালান জব্দ হুতিদের আক্রমণ বন্ধে যুক্তরাষ্ট্রের বিস্তৃত প্রচেষ্টারই একটি অংশ।  হুতিদের হামলার সক্ষমতা কমাতে বুধবার হুতিদের বিভিন্ন স্থাপনায় যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।

ইয়েমেনে অস্ত্র তৈরির চালান পাঠানোকে ইরানের  আরেকটি ক্ষতিকর কর্মকাণ্ড বলেও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। 

বিবৃতিতে বলা হয়েছে, হুতিদের কাছে ইরানের চলমান প্রচলিত উন্নত অস্ত্রের সরবরাহ  আন্তর্জাতিক জাহাজের নিরাপদ চলাচলের অধিকার ও উন্মুক্ত বাণিজ্যের অধিকার খর্ব করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here