লেবানন সীমান্তবর্তী মাউন্ট ডভ এলাকায় হিজবুল্লাহর ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর চুক্তিবদ্ধ এক নাগরিক নিহত হয়েছেন।
নিহত ব্যক্তি কারমিয়েলের নিকটবর্তী বেদুইন শহর সাল্লামার বাসিন্দা শরিফ সুয়াদ বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে মাউন্ট ডভ এলাকায় সামরিক বাহিনীর জন্য ‘অবকাঠামোগত কার্যক্রম’ চালাচ্ছিলেন সুয়াদ। এই কার্যক্রম সীমান্তে প্রতিরক্ষা উন্নত করার জন্য আইডিএফের প্রচেষ্টার অংশ ছিল।
বর্তমানে মাউন্ট ডভ এলাকায় কোনও সীমান্তের বেড়া নেই। এটাৎ শেবা ফার্মস নামেও পরিচিত। লেবাননের দাবি করা অঞ্চলটিতে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক স্থাপনা রয়েছে এবং অঞ্চলটিতে কোনো শহর নেই।
লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, মধ্যরাতের একটু আগে তারা ওই এলাকায় আইডিএফের দুটি গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। সামরিক বাহিনী জানিয়েছে, ট্যাংক বিধ্বংসী দুটি ক্ষেপণাস্ত্রের একটিতে আঘাত হানার কিছুক্ষণ পরই সুয়াদের মৃত্যু ঘোষণা করা হয়।