হামলার ধরন পাল্টানোর নির্দেশ জেলেনস্কির

0

 ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লদিমিরি জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে সৈন্যদের হামলার ধরন পরিবর্তনে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনি সামরিক বাহিনীর মেডিকেল ফোর্সের কমান্ডারকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন।  

রয়টার্সের খবরে বলা হয়েছে, রবিবার প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভের সঙ্গে দেখার করার পর এ ঘোষণা দেন জেলেনস্কি। প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে তিনি ২০ মাস ধরে রাশিয়ার সঙ্গে চলা যুদ্ধের পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। এছাড়া পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলার অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন তিনি। 

চলতি মাসে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধে আমাদের সৈন্যরা নতুন স্তরে প্রবেশ করেছে। এজন্য রাশিয়াকে প্রতিহত করতে আমাদের আরও ভারি প্রযুক্তি প্রয়োজন। তবে রাশিয়ার সঙ্গে যুদ্ধে অবনতির কথা অস্বীকার করেছেন জেলেনস্কি। তিনি পশ্চিমা গোষ্ঠী ও যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here