২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছিলো ইন্টার মিলান। এরপর থেকে আর শেষ চারের দেখা পায়নি তারা কখনও। ২৩ বছর পর সেমির পথে এক পা দিয়ে রাখলো ইন্টার।
বেনফিকার মাঠে খেলতে গিয়ে জয় নিয়ে ফিরলো ইতালিয়ান ক্লাবটি। যদিও ম্যাচের প্রথমার্ধে সমানে সমান লড়াই করেছে দুই দল। যে কারণে এই অর্ধে গোলের দেখা পায়নি কেউ।
পেনাল্টি থেকে গোল করেন লুকাকু। বেনফিকা গোলরক্ষক হোয়াও মারিও হ্যান্ডবল করেছেন, যা ভিএআর দিয়ে চেক করে রেফারি পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক নেন বেলজিয়ান স্ট্রাইকার লুকাকু। সেটিই জড়িয়ে যায় বেনফিকার জালে।