সিরিয়ায় রাশিয়ার বিমান হামলায় নিহত ২০

0

ইদলিবের একটি এলাকার দু’টি সামরিক ঘাঁটি বিমান হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে রাশিয়ার বিমান বাহিনী।

জানা গেছে, ওই ঘাঁটি থেকে সিরিয়ার ক্ষমতাসীন প্রেসিডেন্ট বাশার আল আসাদের সেনাদের লক্ষ্য করে গোলা ছোড়া হচ্ছিলো। এই হামলায় ২০ জনের বেশি বিদ্রোহী প্রাণ হারিয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার এক কমান্ডার। আর বিদ্রোহীদের ছোড়া গুলিতে এক সিরিয়ান সেনারও প্রাণ গেছে।

এদিকে রাশিয়ার ওই সেনা কর্মকর্তা জানিয়েছেন, এরইমধ্যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী কয়েকটি যুদ্ধবিমান একাধিকবার সিরিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে। তবে যে গোষ্ঠীগুলোর ঘাঁটিতে হামলা চালানো হয়েছে, তারা সরাসরি আমেরিকা ঘনিষ্ঠ কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি রাশিয়া। 

তবে সিরিয়ায় বাশার আল আসাদের বিরুদ্ধে ইদলিবের যে কুর্দি বিদ্রোহীরা লড়াই করে আসছে। তাদের দীর্ঘদিন ধরেই সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তাদেরকে সরাসরি অস্ত্র ও প্রশিক্ষণ দেয়ার অভিযোগও আছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে। 

সূত্র: আরব নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here