সিডনির মাউন্ট আনান বোটানিক্যাল গার্ডেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক শিক্ষার্থীদের সম্মিলিত উদ্যোগে বসন্তবরণ ‘ফাল্গুনে আমরা’ উদযাপিত হয়েছে। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা মিলিত হয়েছিল এই ফাল্গুনী শুভেচ্ছার আয়োজনে।
প্রাণের ক্যাম্পাস ও ঐতিহ্যগতভাবে পালিত হয়ে আসা বসন্তবরণের আকুতি থেকে স্বতঃপ্রণোদিত হয়ে ক্যাম্পাসের স্মৃতি বিজড়িত ধারাবাহিকতা রাখার একটি ছোট্ট প্রয়াস ছিল এই আয়োজনে। হলুদ, সবুজ আর বাহারি রঙের পোশাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমাগমে মাউন্ট আনানের সবুজ প্রান্তর হয়ে উঠেছিল যেন একঝাঁক বর্ণালী প্রজাপতির সমারোহ।
পাশাপাশি ছিল গান, কবিতা, স্মৃতিকথা, রম্যকথা আর বন্ধুদের গল্প-আড্ডাসহ অন্যদের সাথে পারস্পরিক পরিচিতির এক মধুর সময় ও প্রাণখোলা কথোপকথন।