ভারতের সিকিমে বড় ধরনের তুষারধসে এখন পর্যন্ত ৭ পর্যটকের মৃত্যুর খবর পাওয়া আগে। আরও অনেকে আটকা পড়ে আছেন বলে শঙ্কা করা হচ্ছে।
সিকিমের নাথুলা পাহাড়ি এলাকায় ঘটা ওই দুর্ঘটনায় নিহতদের মধ্যে এক নারী ও শিশু রয়েছে।
সেনাবাহিনী আরও জানিয়েছে, ৫-৬টি গাড়িতে ২০ থেকে ৩০ জনের মতো পর্যটক তুষারস্তুপের নীচে আটকে পড়ে আছে বলে বাহিনীটি শঙ্কা করছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় ১৫০ জনের বেশি পর্যটক ছিল। সমুদ্রপৃষ্ট থেকে নাথুলার উচ্চতা ৪৩০০ মিটারের বেশি। এটি ভারতের চীন সীমান্তবর্তী এলাকা।
সূত্র: এনডিটিভি