সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করের প্রস্তাব

0

ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) সামাজিক অনুষ্ঠানে অতিথিপ্রতি ৫০ টাকা করে করের প্রস্তাব করেছে। সংস্থাটি হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি এলে এ কর দেওয়ার প্রস্তাব করেছে।

জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দেওয়া বাজেট প্রস্তাবে সম্প্রতি এমন প্রস্তাবের কথা বলেছে সংস্থাটি। গত ৪ ফেব্রুয়ারি থেকে এবারের বাজেট আলোচনা শুরু হয়। আইসিএমএবি বলেছে, ব্যবসায়িক উদ্দেশ্য ব্যতীত বিয়ে, জন্মদিনসহ অন্য কোনো সামাজিক অনুষ্ঠান ১০০ জনের বেশি অতিথি আপ্যায়নে হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টার বুকিং দেওয়ার আগে অতিথি প্রতি ৫০ টাকা হারে অগ্রিম আয়কর আরোপের বিধান করা যেতে পারে।

উল্লেখ্য, দেশে ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর (টিআইএন) এক কোটি অতিক্রম করলেও আয়কর রিটার্ন দেয় না এর দুই তৃতীয়াংশ। আইসিএমএবি মনে করছে, হোটেল, রেস্তোরাঁ বা কমিউনিটি সেন্টারে সামাজিক অনুষ্ঠানের অতিথি প্রতি আয়কর ধার্য করা হলে তাৎক্ষণিক আয়কর আদায়ের পাশাপাশি করের নেট সস্প্রসারণের সুযোগ তৈরি হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here