শ্রীমঙ্গলে বিনামূল্যে চাল বিতরণ

0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঈদুল ফিতর উপলক্ষে ৪ হাজার ৬২১ জন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে শ্রীমঙ্গল পৌরসভায় ৯টি ওয়ার্ডের অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।

পৌরসভার মেয়র মো. মহসিন মিয়ার সভাপতিত্বে চাল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভা নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, পৌর কাউন্সিলর কাজী আব্দুল করিম, মীর এম এ সালাম, আলকাছ মিয়া, আব্দুল জব্বার আজাদ, হানিফ চৌধুরী, নারী কাউন্সিলর তানিয়া আক্তার প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here