ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদের বিষয়ে জাতিসংঘের সিদ্ধান্ত এ মাসেই

0

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য হিসেবে গণ্য করার আবেদনটি গত ৪ এপ্রিল নিরাপত্তা পরিষদের ‘বিশেষ কমিটি’তে (নয়া সদস্য অন্তর্ভুক্তির সুপারিশকারি) প্রেরণ করেছেন চলতি মাসের জন্য নিরাপত্তা পরিষদের সভাপতি রাষ্ট্রদূত ভ্যানিসা ফ্র্যাজিয়ার (মাল্টার স্থায়ী প্রতিনিধি)।

বর্তমানে নন-মেম্বার পর্যবেক্ষক-স্টেট ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ সদস্যপদ প্রদানে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের কেউই আপত্তি করেননি। এরপরও রাষ্ট্রদূত ভ্যানিসা জাতিসংঘের রীতি অনুযায়ী নতুন সদস্য অন্তর্ভুক্তির দায়িত্বপ্রাপ্ত বিশেষ কমিটির নিকট প্রেরণ করেছেন। এটা জাতিসংঘের ৫৯তম রীতির পরিপূরক। এ নিয়ে বিশেষ কমিটি রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হবেন। সেখানে সর্বসম্মতভাবে অনুমোদন পেলে সেই রেজ্যুলেশন প্রেরণ করা হবে ১৯৩ সদস্যের সাধারণ পরিষদে। সেখানে তা পাশ হলেই ফিলিস্তিন পূর্ণাঙ্গ সদস্য বলে গণ্য হবে, তখন জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা হবে ১৯৪।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here