বাউল সম্রাট শাহ আব্দুল করিমের ১০৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জের দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নে উজানধল গ্রামের মাঠে দুই দিনব্যাপী লোক উৎসব শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় এ উৎসব উদ্বোধন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক দ্রুপদ চৌধুরী নুপুর।
আলোচনা সভা শেষে শুরু হয় বাউল গানের অনুষ্ঠান গানে গানে শাহ আব্দুল করিম। এতে গান পরিবেশন করেন, বাউল আব্দুর রহমান, রনেশ ঠাকুর, সিরাজ উদ্দিন, সুর্যলাল দাস, শাহাব উদ্দিন, আশিক, কাজী সোহেল, পাগল হাসান, আশিক সরকার, বাউলিয়ানা ফয়সল, সাজ্জাদনুর, লাভলী দে, শারমিন আক্তার, প্রাণকিষ্ণ, সৌরভ সুহেলসহ স্থানীয় শিল্পীবৃন্দকে।
উল্লেখ, আজকের এই দিনে বাউল সম্রাট শাহ আব্দুল করিম ১৯১৬ সালে সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান বিবি। ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন।