গাইবান্ধা জেলার শহীদমাতা আছিরন বেগম (৯৬) মারা গেছেন। আজ সোমবার দুপুর আড়াইটায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের শিংজানি গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন।
আছিরন বেগম ১৯৭১ সালের ১৩ নভেম্বর জেলার ফুলছড়ি উপজেলার কালাসোনার চরে পাকহানাদারদের সাথে সম্মুখযুদ্ধে প্রাণপণ লড়াই করে শহীদ হওয়া ফজলুল করিমের মা। স্বাধীনতার পর শহীদ ফজলুল করিমের স্মরণে ওই উপজেলায় ফজলুপুর নামে একটি ইউনিয়নের নামকরণ করা হয়। স্থানীয়দের মতে, জেলার মধ্যে আছিরন বেগমই ছিলেন শেষ শহীদ মাতা।