এবার শস্য চুক্তি আর নয়াবয়ন না করে সরাসরি বাতিল করার কথা জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বাসভবন ক্রেমলিন। কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের শস্য রফতানির জন্য করা চুক্তিটির বর্ধিত সময় আজই শেষ হচ্ছে।
চুক্তিটি শেষ হওয়ায় বিশ্ব আবারও খাদ্য সংকটে পড়তে পারে বলে শঙ্কা করছেন অনেকে।
তবে এবার রাশিয়া বলছে, চুক্তির আওতায় রাশিয়ার শস্য ও সার রফতানির ক্ষেত্রে প্রাপ্য সুবিধা নিশ্চিত করা হয়নি।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ‘কৃষ্ণসাগর হয়ে শস্য রফতানি করার চুক্তিটি আজ থেকেই বাতিল।’ ‘দুর্ভাগ্যজনকভাবে, কৃষ্ণসাগর নিয়ে করা চুক্তির রাশিয়ার দাবি-দাওয়ার বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সুতরাং এর কার্যকরিতা এখন থেকেই বাতিল।’
চুক্তির মেয়াদ আর না বাড়ানোর বিষয়ে তুরস্ক, ইউক্রেন ও জাতিসংঘকেও জানানো হয়েছে বলে জানিয়েছেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।
সূত্র: আল জাজিরা