শরীয়তপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন

0

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন অফিসের আয়োজনে শরীয়তপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩টায় জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ এর অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ মাহবুবার রহমান, জেলা ইপিআই সুপারভাইজার মোঃ মোজাম্মেল হক। পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম। 

সিভিল সার্জন ডাঃ আবুল হাদি মোহাম্মদ শাহপরাণ  জানান, জেলায় ১ হাজার ৬১৯টি কেন্দ্রে ১ লাখ ৫৫ হাজার ৭৯১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ০ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ১৯ হাজার ২৭৩। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী  শিশুর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৭৯১। এ ক্যাম্পেইনে ৪ হাজার ৬৭ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও কর্মী, সিএইচসিপি, সুপারভাইজার এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here