শত্রুর আগ্রাসন মোকাবিলা করার মহড়া দিল ইয়েমেন

0

ইঙ্গো-মার্কিন সেনারা ইয়েমেনে আগ্রাসন চালালে কীভাবে তার জবাব দেয়া হবে তার একটি বিশাল মহড়া চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী। গত রবিবার দেশটির রাজধানী সানার অদূরে ‘প্রতিশ্রুত দিবসের মহড়া’ শীর্ষক ওই সামরিক কসরৎ প্রদর্শন করা হয়।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা এ খবর জানিয়ে বলেছে, দেশটির কেন্দ্রীয় সেনা কমান্ডের বিশেষ বাহিনী এই বিশাল মহড়াটি চালিয়েছে। মহড়ায় দেখানো হয়েছে, শত্রু  সেনারা প্যারাস্যুটের সাহায্যে ইয়েমেনের কিছু অঞ্চলে অবতরণ করে দেশটির কিছু সামরিক স্থাপনার নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে। এ সময় ভয়ঙ্কর প্রতিরোধ গড়ে তুলে আগ্রাসী সেনাদের নাস্তানাবুদ করে দেয় ইয়েমেনের সেনাবাহিনী।

মহড়ায় দেয়া ভাষণে ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী মেজর জেনারেল নাসের আল-আফিতি বলেন, আত্মরক্ষা করার পূর্ণ সামর্থ্য তার দেশের রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, আমরা এমন একটি আন্তর্জাতিক সমাজের মোকাবিলায় রুখে দাঁড়িয়েছে যেটি কেবল শক্তির ভাষা বোঝে।

তিনি বলেন, ইয়েমেন চরম ঘৃণিত ও দখলদার শক্তি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে এবং তেল আবিবের বিরুদ্ধে যে নৌ অবরোধ আরোপ করা হয়েছে তা ছিল সম্পূর্ণ যৌক্তিক ও মানবিক সিদ্ধান্ত।

ইয়েমেনের প্রতিরক্ষামন্ত্রী ওয়াশিংটন ও লন্ডনকে সতর্ক করে দিয়ে বলেন, আমেরিকা ও ব্রিটেন যদি ইয়েমেনে স্থল আগ্রাসন চালাতে চায় তাহলে তার পরিণতি ভালো হবে না। সূত্র : পার্সটুডে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here