লোহিত সাগরে সামরিক ‘চমক’ দেখাবে হুতিরা

0

ইরান সমর্থিত হুতি গোষ্ঠীর নেতা আবদুল মালিক আল-হুতি বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে বলেছেন, ইয়েমেনের হুতিরা লোহিত সাগরে তাদের অভিযানে ‘সামরিক চমক’ নিয়ে আসছে।

গাজায় ইসরায়েল-হামাস যুদ্ধকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি জানিয়ে নভেম্বরের মাঝামাঝি থেকে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে বারবার হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা।

 বিপদ এড়াতে অনেক জাহাজ এখন ঘুরপথে পণ্য পরিবহন করছে। এতে সময় ও খরচ—উভয়ই বেড়েছে। সিএনএন জানিয়েছে, জাহাজপ্রতি খরচ বেড়েছে প্রায় ১০ লাখ ডলার।

হুতিদের অস্ত্র, প্রশিক্ষণ ও অর্থ দিয়ে থাকে ইরান। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা শুরুর পর ইরানের পক্ষ থেকে হুতিদের অস্ত্র সরবরাহ বাড়ানো হয়েছে। আঞ্চলিক চারটি সূত্র জানিয়েছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) ও লেবাননের হিজবুল্লাহর কমান্ডাররা ইয়েমেনে অবস্থান করে লোহিত সাগরে হামলা চালাতে হুতি বিদ্রোহীদের সরাসরি নির্দেশনা দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here