ক্লাসরুম মানেই ব্ল্যাকবোর্ড, চক-ডাস্টার, টেবিল-চেয়ার। তবে সময়ের সঙ্গে বদলেছে ক্লাসরুমের চিরাচায়িত ধারণাও। পরিবর্তনে এসেছে কম্পিউটার, প্রজেক্টর, আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স সমৃদ্ধ রোবট, ড্রোন কিংবা এআর ও ভিআর ডিভাইস সিস্টেমের মত অত্যাধুনিক জিনিসপত্র। শিক্ষার্থীরা স্মার্ট বাংলাদেশ এবং চতুর্থ শিল্প বিপ্লব সম্পর্কে হাতে-কলমে ধারণা দিতেই করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে লুব্ধক নামে স্মার্ট ক্লাস রুমের ব্যবস্থা করলো লালপুর উপজেলা প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় শিক্ষার্থীদের স্মার্ট হিসেবে গড়ে তুলতে তাই উপজেলা প্রশাসন কর্তৃক ‘লুব্ধক’ নামক এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে স্কুলটির একটি শ্রেণি কক্ষ চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী করে গড়ে তোলা হয়েছে। ২০২৩ সালের ১৮ মে ‘লুব্ধক’ নামক স্মার্ট ক্লাসরুমটি লালপুরের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উদ্বোধন করেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
করিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব বকুল বলেন, লুব্ধক প্রকল্পটির মাধ্যমে আনন্দের সাথে ৪র্থ শিল্প বিপ্লব উপযোগী উপাদান দ্বারা প্রত্যক্ষ জ্ঞান অর্জন করে শিক্ষার্থীদের স্মার্ট বাংলাদেশের স্মার্ট সিটিজেন হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে। এবং আগামী দিনের সৃজনশীল, দ্রুতচিন্তার অধিকারী ও সমস্যা সমাধানে দক্ষ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। আর শিক্ষার্থীরাও উদ্যোগটি অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে বলে জানান তিনি।
লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগত উৎকর্ষতা ব্যবহার করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তথা উন্নত, সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ হিসেবে গড়ে তুলতে ভিশন-২০৪১ ঘোষণা করেছেন।
স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে স্মার্ট হিসেবে গড়ে তুলতে হবে যাতে তারা চতুর্থ শিল্প বিপ্লব ও সম্পর্কিত প্রযুক্তিগত জ্ঞান লাভ করতে পারে এবং স্মার্ট বাংলাদেশের অন্যতম স্তম্ভ স্মার্ট সিটিজেন হিসেবে দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।