ঝিনাইদহে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

0

ঝিনাইদহে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দিনদিন বেড়ে যাওয়ায় চিকিৎসা দিতে হিমশম খাচ্ছে চিকিৎসকেরা। বেডে জায়গা না পেয়ে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে অনেকে। 

২৫০ শয্যার জেনারেল হাসপাতালসহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগী। চলতি বছরের জানুয়ারি হতে আজ (২৫ আগস্ট, শুক্রবার) পর্যন্ত ৪১৪ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমান জেলা সদরে ২১ জন রোগী ভর্তি রয়েছে। গড় হিসাবে এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা গত বছরের চেয়ে প্রায় দ্বিগুণ বলছে সংশ্লিষ্টরা। 

এ ব্যাপারে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাঃ রাশেদ আল-মামুন জানান, বর্তমানে ঝিনাইদহ জেলা শহর থেকে সকল উপজেলাতে ডেঙ্গু পরিস্থিতি আগের থেকে অনেক খারাপ। সেজন্য আমরা ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আলাদা কর্নার করেছি। নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি এবং ডেঙ্গু স্বাভাবিক রাখতে জনসচেতনতামূলক প্রচারণা করছি। 

ঝিনাইদহ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম না থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে ঝিনাইদহের সিভিল সার্জন ডাঃ শুভ্রা রানী দেবনাথ জানান, বর্তমানে প্রতিদিন জেলা সদরে ২০-২২জন রোগী ভর্তি হচ্ছে। কোনো কোনো দিন ৩০ জন পর্যন্ত  ডেঙ্গু রোগী ভর্তি হয়। আর উপজেলাতে ৩-৪ জন করে রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছে। ঝিনাইদহে এখন পর্যন্ত কোন রোগী মারা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জনসচেতনতা সৃষ্টি করছি।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here