রুশ হামলার লক্ষ্যবস্তু হওয়ার আশঙ্কায় শুক্রবার দুটি হাসপাতাল খালি করার ঘোষণা দিয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভের কর্মকর্তারা। কিয়েভ শহরের প্রশাসন বলেছে, জরুরিভাবে দুটি হাসপাতাল খালি করা শুরু হয়েছে। কারণ একটি ভিডিও অনলাইনে ব্যাপকভাবে প্রচারিত হয়েছে, যেখনে প্রকৃতপক্ষে এই হাসপাতালগুলোতে শত্রুরা আক্রমণের ঘোষণা করছে।
প্রশাসন মস্কোর মিত্র বেলারুশের কেজিবি প্রধানের করা মন্তব্যের উল্লেখ করেছে, যিনি জাতীয় টেলিভিশনে বলেছেন, সামরিক কর্মীদের আশ্রয় দেওয়া ভবনগুলো ‘অসুস্থ শিশুদের পেছনে লুকিয়ে আছে’। তাঁর এ মন্তব্য হাসপাতালগুলোকে বৈধ সামরিক লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হওয়ার আশঙ্কা তৈরি করেছে। তবে কিয়েভ দাবিটিকে ‘সম্পূর্ণ মিথ্যা ও শত্রুর উসকানি’ বলেছে। পাশাপাশি ‘রাজধানীর সামাজিক অবকাঠামোতে আঘাত করার জন্য ব্যবহারের চেষ্টা’ বলে দাবিটির নিন্দা করেছে।
সূত্র : দ্য ওয়াশিংটন পোস্ট।