রুশ অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপ কানাডার

0

রাশিয়ার ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্যের ওপর আমদানি নিষেধাজ্ঞা আরোপ করেছে কানাডা। 

শুক্রবার এক বিবৃতিতে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড জানান, ইউক্রেনে অবৈধ ও বর্বর আক্রমণে অর্থায়ন সীমিত করতে তারা যথাসাধ্য চেষ্টা করছেন। এই উদ্দেশ্যে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে অ্যালুমিনিয়াম ও ইস্পাতের কাঁচামাল ও তৈরি পণ্য।

ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে এক হাজার ৬০০ এর রুশ বেশি ব্যক্তি ও সংস্থার ওপর নিষেধাজ্ঞা দেয় কানাডা। সর্বশেষটি এল ধাতব পণ্যের ওপর।

জোলি বলেন, আমাদের লক্ষ্য ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণে রাশিয়ার ক্ষমতাকে দুর্বল করা। এটাও নিশ্চিত করতে চাই, পুতিন ও তার সমর্থকদের জবাবদিহি করতে হবে।

এই যুদ্ধে ইউক্রেনের অন্যতম আর্থিক সহায়তাকারী কানাডা। এরই মধ্যে ৩৬২ কোটি ডলার অর্থ দিয়েছে দেশটি। রয়েছে সামরিক পণ্য ও অন্যান্য সহায়তাও।

সরকারি পরিসংখ্যান অনুসারে, ২০২১ সালে রাশিয়া থেকে ২৫ কোটি ৮০ লাখ কানাডিয়ান ডলারের অ্যালুমিনিয়াম ও ইস্পাত পণ্য আমদানি করা হয়। সূত্র: রয়টার্স, কানাডার সরকারি ওয়েবসাইট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here