বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান বলেছেন, রমজান ত্যাগ ও আত্ম সংযমের মাস। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণে একে অপরের পাশে দাঁড়াব; এটাই আমাদের পরম ধর্ম।
শনিবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর এলাকায় এক ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।