ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের মুখপাত্র ওসমান হামদান সোমবার বলেছেন, রমজান মাসেও গাজা যুদ্ধ চালিয়ে নেয়ার জন্য তাদের যোদ্ধারা পুরোদস্তুর তৈরি আছেন।
হামদান মুসলিম উম্মাহকে অবিচ্ছিন্নভাবে ফিলিস্তিনিদের পাশে থাকারও আহ্বান জানিয়েছেন।
হামাসের দাবি, ইসরায়েল শর্ত না মানলে কোনোভাবেই তারা যুদ্ধ বন্ধ করবে না। হামাস চায় ইসরাইলের কারাগারে বন্দী থাকা ফিলিস্তিনিদের মুক্ত করতে। সেই সাথে গাজা থেকে পুরোপুরিভাবে ইসরায়েলি সেনাদের সরিয়ে নেয়ার শর্ত দিয়েছে তারা। সেই সাথে আছে গাজায় বোমা হামলা ও নজদারি পুরোপুরি বন্ধ করার শর্ত।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই ধ্বংসস্তুপে পরিণত হচ্ছে নতুন নতুন এলাকা। কোথাও যেনো মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও অবশিষ্ট থাকছে না।