যে কারণে নাভালনির স্ত্রীর ‘এক্স অ্যাকাউন্ট’ বাতিল করা হয়েছে

0

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মন্তব্যের জবাব দেওয়ার পরপরই নাভালনির স্ত্রীর ইউলিয়া নাভালনায়ার এক্স (আগের নাম টুইটার) অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

সিএনএনের খবর অনুসারে, ক্রেমলিনের সমালোচক অ্যালেক্সি নাভালনির বিধবা স্ত্রী ইউলিয়া নাভালনায়ার এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। @Yulia_Navalnaya পৃষ্ঠাটিতে ‘অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে। এক্স এক্সের বিধি লঙ্ঘন করে এমন অ্যাকাউন্টগুলি স্থগিত করে’ লেখা দেখা যাচ্ছে।

উল্লেখ্য, সোমবার সকালে ওই অ্যাকাউন্ট থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের মন্তব্যের জবাব দেওয়া হয়। পেসকভ নাভালনির মৃত্যুর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে দায়ী করে ইউলিয়া নাভালনায়ার মন্তব্যকে ‘অযৌক্তিক’ এবং ‘একেবারেই ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।।

জবাবে নাভালনায়া এক্সে লেখেন, ‘আলেক্সি নাভালনির মৃতদেহ ফিরিয়ে দাও এবং তাকে মর্যাদার সাথে দাফন করতে দাও। লোকজনকে বিদায় জানাতে বাধা দিও না। পেসকভকে তিনি হত্যাকারীর (পুতিন) প্রেস সেক্রেটারি হিসেবে উল্লেখ করেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here