যেভাবে কাজ করে ইউএসবি-সি অডিও প্রযুক্তি

0

আজকাল বেশির ভাগ দামি স্মার্টফোনে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক থাকে না। এর পরিবর্তে অনেকেই এখন ব্লুটুথ ইয়ারফোন ব্যবহার করেন। অন্যদিকে অডিও শোনার জন্য অনেকেই ইউএসবি-সি পোর্ট ব্যবহার করেন। প্রযুক্তির দিক দিয়ে ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাকের চেয়ে ইউএসবি-সি পোর্ট আরও আধুনিক ও উন্নত অডিও অভিজ্ঞতা দিতে সক্ষম। যেমন নতুন আইফোন ও গুগলের পিক্সেল স্মার্টফোনে ইউএসবি-সি অডিও ব্যবহারের ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে অডিও ফাইলের গুণগত মান না কমিয়ে সম্পূর্ণ কোয়ালিটি ধরে রেখে অডিও প্লেব্যাক করা সম্ভব। এভাবে বর্তমানে ইউএসবি-সি অডিও আগের ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাকগুলোর বদলে নিজের জায়গা তৈরি করে নিয়েছে।

ইউএসবি-সি অডিও কী?

ইউএসবি-সি অডিও প্রযুক্তি ৩ দশমিক ৫ মিলিমিটার জ্যাকের চেয়ে আলাদাভাবে কাজ করে। ৩ দশমিক ৫ মিলিমিটার হেডফোন জ্যাক শুধু অ্যানালগ অডিও শোনাতে সক্ষম। সেজন্য স্মার্টফোনগুলো অডিও ফাইলকে ডিজিটাল-টু-অ্যানালগ ফরমেটে রূপান্তর করে নিত। কিন্তু ইউএসবি-সি পোর্টের মাধ্যমে অডিও ডিজিটাল ফরম্যাটে সরাসরি ফাইল আউটপুট করা যায়। এতে অডিও ফাইলের গুণগত মান বজায় থাকে। ফলে ব্যবহারকারীরা আরও ভালো মানের অডিও অভিজ্ঞতা পেয়ে থাকেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here