ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বার্বাডোজের পতাকাবাহী ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে।
শক্তিশালী এ অস্ত্রধারী গোষ্ঠীটি গত কয়েকমাস ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।
আমব্রে ওই জাহাজটির কাছ থেকে অন্যান্য জাহাজকে দূরে থাকার জন্য সতর্কতা দিয়েছে। কারণ হুতিদের হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে।
যুক্তরাজ্যের আরেক সংস্থা ইউকেএমটিও এডেন উপসাগরে হামলার বিষয়ে জানিয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। এরপর গাজায় ব্যাপক হামলা শুরু করে ইসরায়েল। ইসরায়েলকে থামাতে তাদের মালিকানাধীন জাহাজে হামলা চালানো শুরু করে হুতিরা।