রাজধানীর হোটেল শেরাটনে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নতুন প্রজন্মের হস্তশিল্প ও দেশীয় পণ্যের উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম কারুবীথি। গত ২০ ডিসেম্বর আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তা, ব্যাংকিং খাতের শীর্ষ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হায়দার হোসেন। তিনি তরুণ উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, তরুণদের হাত ধরেই দেশের ইতিবাচক পরিবর্তন সম্ভব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংকেরর সহকারী ভাইস প্রেসিডেন্ট কাজী মোহাম্মদ ইসমাইল ও ক্লিকমার্কের সিইও মুশফিকুর রহমান ফকির।
অনুষ্ঠানে কারুবীথির লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানটির সিইও ও ম্যানেজিং ডিরেক্টর জাবির ইবনে মিজান। তিনি জানান, কারুবীথি দেশের কারুশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য একটি আস্থার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
বর্তমানে কারুবীথির নেটওয়ার্কে ৫০০-এর বেশি দেশীয় উদ্যোক্তা যুক্ত রয়েছেন। প্রাথমিকভাবে বাছাইকৃত ২০০ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে সরাসরি ব্যবসায়িক চুক্তি দেওয়ার ঘোষণাও দেওয়া হয় অনুষ্ঠানে।
কারুশিল্পী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বিপণন, প্রশিক্ষণ, মেন্টরশিপ ও সহজ শর্তে পুঁজি সহায়তা প্রদানের মাধ্যমে উদ্যোক্তা উন্নয়নে ভূমিকা রাখবে কারুবীথি—এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

