মৃত্যু-নাটক: পুনমের বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানি মামলা

0

নিজের মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানোর ঘটনায় এবার আইনি ঝামেলায় জড়ালেন ভারতের বিতর্কিত অভিনেত্রী পুনম পাণ্ডে।

মৃত্যু নিয়ে মিথ্যা খবর ছড়ানো ও জরায়ু-মুখের ক্যান্সারের মতো বিষয়কে লঘু করে দেখানোর চেষ্টার অভিযোগের পুনম ও তার স্বামীর বিরুদ্ধে ১০০ কোটি রুপির মানহানির মামলা দায়ের হয়েছে। স্থানীয় কানপুর পুলিশ কমিশনারের কাছে মামলাটি দায়ের করেছেন ফয়জান আনসারি নামে এক ব্যক্তি।

তিনি অভিযোগপত্রে লেখেন, “পুনম ও তার স্বামী ষড়যন্ত্র করে মৃত্যুর ভুয়া খবর ছড়িয়েছেন। শুধু তাই নয়, ক্যান্সারের মতো একটা রোগকে নিয়ে মশকরা করেছেন। কোটি কোটি ভারতীয় ও বলিউড ইন্ডাস্ট্রির সংবেদনশীলতার সুযোগ নিয়ে গোটাটাই তিনি নিজের প্রচারের উদ্দেশে করেছেন।”

অভিযোগকারী শুধু এফআইআর দায়ের করেই ক্ষান্ত হননি। তিনি পুনম ও তার স্বামী স্যাম বোম্বেকেও গ্রেফতারের দাবিও করেছেন।

অভিযোগে কাজ না হলে আদালত পর্যন্ত যাবেন বলেও ঘোষণা দিয়েছেন অভিযোগকারী।

গত ৪ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় মৃত্যুর খবর জানান পুনম। একদিন পর প্রকাশ্যে এসে পুনম জানিয়েছেন, তিনি বেঁচে আছেন। আসলে এই গোটাটাই একটা প্রচার কৌশল। জরায়ু-মুখের ক্যান্সার নিয়ে সচেতনতা বৃদ্ধির কৌশল। কিন্তু তার কার্যকলাপ একেবারেই ভাল চোখে নেননি সাধারণ মানুষ থেকে বলিউড তারকারা। সূত্র: ফ্রি প্রেস জার্নাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here