মহাকাশ স্টেশনে ৬ মাসের জন্য ৩ নভোচারী পাঠাচ্ছে চীন

0

চীন বৃহস্পতিবার মহাকাশ স্টেশনে ছয় মাসের জন্য তিনজন নভোচারী পাঠিয়েছে। পৃথিবীর বায়ুমণ্ডলের উপরে প্রদক্ষিণ করা ‘তিয়ানগং’ মহাকাশযানে চীনা নভোচারীরা নিয়মিত আবর্তন করেন।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মহাকাশযান শেনঝু-১৮ বা এর তিন যাত্রী রাত ৮টা ৫৮ মিনিটে উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে লং মার্চ-২এফ রকেটে চড়ে রওনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here