শিল্পাঞ্চল ভালুকা মডেল থানায় মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মডেল থানা সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
থানার অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপজেলার সকল বিষয় নিয়ে থানার অফিসারদের সঙ্গে মতবিনিময় করা হয়। এসময় থানার ওসি শাহ কামাল আকন্দ অফিসারদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন।
মাসিক কল্যাণ ও অপরাধ সভায় আরও বক্তব্য রাখেন ভালুকা মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর আলম, সেকেন্ড অফিসার আমিনুল ইসলাম প্রমুখ।