ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চুমুরদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাখাওয়াত হোসেন জালাল ভাঙ্গা উপজেলার কয়েক হাজার লোকের মাঝে ঈদ উপহার বিতরণ করেন।
রবিবার সকালে চুমুরদী ইউনিয়নের নিজ বাড়িতে এ বিতরণ শুরু হয়। বিতরণ কাজে শতাধিক স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন।
ঈদ উপহার হিসাবে ১০ হাজার লোকের মাঝে শাড়ি, লুঙ্গি বিতরণ কার্যক্রম শুরু করেন। ২০ জন গরীব লোককে অটোভ্যান উপহার দেওয়া হয়। এছাড়া ভাঙ্গা উপজেলার ৫০টি মাদ্রাসা ও এতিমখানায় তিনি আর্থিক অনুদান প্রদান করেন। এছাড়া বেশ কয়েকজন গরীব মানুষের ঘর নির্মাণের জন্য অনুদান প্রদান করেন।