বোনের বাড়িতে কোরবানির মাংস দিয়ে ফেরার পথে প্রাণ গেল কলেজছাত্রের

0

ঈদের দিন মোটরসাইকেলের সঙ্গে এক নারীর ধাক্কা লাগা নিয়ে প্রথম দফায় হাতাহাতি হয় রাজশাহী পবা উপজেলার তিন গ্রামের তরুণদের মধ্যে। এরপর এই ঘটনার জেরে দুই গ্রামের তরুণরা জোট হয়ে রাস্তা থেকে ধরে নিয়ে গণপিটুনিতে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রামের কলেজ শিক্ষার্থীকে। গ্রামে থাকা বোনের বাড়িতে কোরবানির মাংস দিতে গিয়েছিলেন তিনি।

নিহত কলেজছাত্রের নাম রাব্বি ইসলাম (১৯)। তিনি পবা উপজেলার ভেড়াপড়া কলেজের উচ্চ মাধ্যমিকের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি কৃষি কাজ করতেন রাব্বি।

সূত্র জানিয়েছে, ময়নাতদন্তের জন্য ১৯ বছর বয়সী রাব্বি ইসলামের মরদেহ উদ্ধার করে বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।

এদিকে বাড়ির একমাত্র ছেলেকে হারিয়ে আর্তনাদ করছে স্বজনরা। গ্রামজুড়ে শোকের ছায়া নেমেছে।

পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার (২৯ জুন) ঈদের দিন বিকালে রাজশাহীর পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের তালগাছি গ্রামের রাব্বি পাশের গ্রামে বোনের বাড়ি যান কোরবানির মাংস দিতে। সেখান থেকে ফেরার পথে তালগাছি ব্রিজে থামেন। এ সময় পূর্বশত্রুতার জেরে মাধাইপাড়া ও বিরগোয়ালিয়া গ্রামের অন্তত ১০ জন তাকে রাস্তা থেকে নামিয়ে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে ঈদের দিন বিকালে তালগাছি ব্রিজে মোটরসাইকেলের সাথে এক নারীর ধাক্কা লাগলে তালগাছি ও মাধাইপাড়া গ্রামের তরুণদের মধ্যে হাতাহাতি হয়। সে সময় বিষয়টি মীমাংসা হলেও তার জেরে ঘণ্টাখানেক পর রাব্বিকে একা পেয়ে তার ওপর হামলা চালায়।

রাজশাহীর পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুবারক পারভেজ বলেন, এ ঘটনায় এখনও মামলা হয়নি। তবে নিহতের স্বজনরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। এ নিয়ে দুই গ্রামে উত্তেজনা আছে। পুলিশ আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের শিগগিরই গ্রেফতার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here