বৃদ্ধি পেয়েছে মসলা আমদানি, জিরার দাম কমে অর্ধেকে

0

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা পণ্যের আমদানি। তিন মাসের ব্যবধানে কেজি প্রতি জিরার দাম কমলো ৫০০-৬০০ টাকা। আর কিচমিচ ও সাদা ফলের দাম বেড়েছে কেজি প্রতি ১৬০ ও ১০০ টাকায়। তবে ঈদে কয়েক মসলা পণ্যের দাম কমায় খুশি ক্রেতারা।

শুক্রবার বাংলাহিলি বাজারে দেখা গেছে, মসলার দোকানগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের জিরাসহ বিভিন্ন মসলা কিনতে ক্রেতাদের উপচেপড়া ভীড়। আমদানিকৃত কাকা জিরা ৬০০ টাকা, বাবা জিরা ৬২০ টাকা, মধু জিরা ৬২০ টাকা, অমরিত জিরা ৬০০ টাকা, সোনা জিরা ৬৩০ টাকা ও ডিবিগোল্ড জিরা ৬৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। 

গত এক মাসেও দাম বাড়েনি যেসব পণ্যের-বড় জাতের কালো এলাচ ২৬০০ টাকা কেজি, ছোট জাতের কালো এলাচ ২৪০০ টাকা কেজি, দারুচিনি মোটা জাতের ৫২০ টাকা কেজি, চিকন জাতের দারুচিনি ৪২০ টাকা কেজি, লং ১৭০০ টাকা কেজি, গোল মরিচ ৯০০ টাকা কেজি, কালোজিরা ২৮০ টাকা কেজি, কাজু বাদাম ১২০০ টাকা কেজি, কাট বাদাম ১০৬০ টাকা কেজি। 

অপরদিকে, এক মাস থেকে যেসব পণ্যের দাম বেড়েছে ভালো মানের সাদা এলাচ ২৫০০ টাকা কেজি, যা আগে ২৪০০ টাকা ছিল এবং কিচমিচ ৫৮০-৬৮০ টাকা কেজি, যা আগে ২৬০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

বিস্মিল্লাহ মসলা ঘরের আব্দুল আউয়াল সবুজ সাংবাদিকদের জানান, চলতি মৌসুমে ভারতে জিরার ফলন অনেক ভালো হয়েছে। দেশে মসলা পণ্যের চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিনিয়ত কিছু পণ্যের দাম কমছে আবার কিছু পণ্যের দাম বাড়ছে। গত তিন মাসে পর্যায়ক্রমে জিরার দাম কমেছে কেজি প্রতি ৫৫০টাকা। ঈদকে সামনে রেখে দূর-দূরান্ত থেকে প্রতিদিন ক্রেতা আসেন জিরাসহ বিভিন্ন মসলা কেনার জন্য। তবে আগের থেকে জিরাসহ সব ধরনের মসলা পণ্যের বেচাকেনা বৃদ্ধি পেয়েছে। জিরাসহ অন্যান্য পণ্য আমদানি হচ্ছে ভারতের গুজরাট থেকে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here