‘বাংলাদেশের যা কিছু ইতিহাস-ঐতিহ্য সবকিছুই ছাত্রলীগের’

0

নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল বলেছেন, ‌‘বঙ্গবন্ধু বলেছেন ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের ইতিহাস। এটাই অবধারিত সত্য। ছাত্রলীগ হলো নেতা তৈরির কারখানা। বাংলাদেশের যা কিছু ইতিহাস-ঐতিহ্য, সবকিছুই ছাত্রলীগের। সেই ছাত্রলীগের হাত ধরে আমরা এতদূর এসেছি।’

৩ এপ্রিলের ওই অনুষ্ঠানে সাবেক এমপি অসীম কুমার উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনারা সবাই নিজ নিজ অবস্থান থেকে স্মার্ট বাংলাদেশের কারিগর হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াবেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবেই। খুব কঠিন কোনো কাজ করতে হবে না, এদেশে কষ্টার্জিত অর্থ লিগ্যাল চ্যানেলে পাঠালেও বড় একটি সহযোগিতা হবে।’

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অপু উকিল বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের মাঝে নেই। তিনি টুঙ্গিপাড়ায় মাজারে শায়িত আছেন। কিন্তু তার আদর্শের যারা মুজিব সৈনিক, তারা দেশের সীমানা পেরিয়ে যে যেখানেই আছেন, তার রক্তের উত্তরসূরি না হলেও আদর্শের উত্তরসূরিরা জেগে আছে। আজকের এ সভা থেকে পিতাকে বলতে চাই, পিতা আপনি শান্তিতে ঘুমান। আপনার সৈনিকেরা জেগে আছে পৃথিবীব্যাপী।’

আলোচনায় আরো অংশগ্রহণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শ্যামল চক্রবর্তী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বাকসুর সাবেক জিএস ড. প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হেলালুল করিম, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, সম্পাদকমন্ডলীর সদস্য কাজী কয়েস, সোলায়মান আলী, এডভোকেটস শাহ বখতিয়ার, নির্বাহী সদস্য হিন্দাল কাদির বাপ্পা, আলী হোসেন গজনবী, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, সহসভাপতি শেখ আতিক, কানেকটিকাট স্টেট আওয়ামী লীগের সভাপতি জিহাদুল হক জিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা শেখ জামাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের নেতা সুবল দেবনাথ প্রমুখ। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা মাহমুদুল হাসানের নেতৃত্বে একদল নেতা-কর্মী ছাত্রলীগের ইতিহাস-ঐতিহ্য আলোকে স্লোগানে মুখরিত করেন পার্টি হল। 

শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জহিরুল ইসলাম। এবং গীতা থেকে পাঠ করেন শ্যামল  চক্রবর্তী। এরপর মূল আলোচনার প্রারম্ভে জাতীয় সঙ্গীতে অংশ নেন সকলে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here