জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির যুক্তরাষ্ট্র সফর উপলক্ষ্যে বুধবার জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত এক সংবর্ধনা ও মতবিনিময় সভা নিউইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য আব্দুন নুর বার এ ভূইয়ার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আবদূন নূরের পরিচালনায় এ সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এমপি। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টি ও জাতীয় যুব সংহতির পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে ফুল দিয়ে বরণ করা হয় প্রধান অতিথিকে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও উপদেষ্টা শহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা শওকত আলী, বীর মুক্তিযোদ্ধা ও উপদেষ্টা মাহবুবুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক আসিফ বারী টুটুল, সহ সভাপতি এস এম ইকবাল, সহ সভাপতি নুর ইসলাম বর্ষন, মহিলা বিষয়ক সম্পাদিকা হাবিবা বেগম, দারাব ইউ জুলহাস, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, পল্লী বন্ধু পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক বজলুর রহমান, যুবসংহতির সভাপতি আবদুল কাদির লিপু, সহ সাধারণ সম্পাদক মি গুপ্তা, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক উত্তম ডাকুয়া, এন এস এন রুবেল, ফয়সল আহমদ দারাব, বাবর আহমদ ও ইউনুস আলী প্রমুখ।