বরিশালে বাজার নজরদারীর অংশ হিসেবে অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল নগরীর বাংলা বাজার ও নথুল্লাবাদ কাচা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু জানান, বাজার নজরদারীর অংশ হিসেবে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।