ইঞ্জিন বিকল হয়ে বঙ্গোপসাগরে পাঁচ দিন ধরে ভাসতে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বিপদগ্রস্ত হয়ে পড়া এ জেলেরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে শনিবার সন্ধ্যায় তাদের উদ্ধার করা হয়।
কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের (মোংলা) মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসীর ইবনে মহসীন এ তথ্য নিশ্চিত করে জানান, গত ১৫ মার্চ বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকা থেকে এফবি হানিফ মুন্সী নামের একটি ফিশিং ট্রলার বঙ্গোপসাগরে যায়। এরপর ১৯মার্চ গভীর সাগরে ওই ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে গেলে সাগরে ভাসতে থাকেন জেলেরা।
কোস্টগার্ডের পক্ষ থেকে উদ্ধার হওয়া জেলেদেরকে খাদ্য সামগ্রী ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়েছে । রবিবার তাদেরকে নিজ বাড়িতে পাঠানো হবে বলে জানান কোস্টগার্ডের এই কর্মকর্তা।
উদ্ধারকৃত এসব জেলেদের বাড়ি বরগুনার পাথরঘাটায়। তবে তাৎক্ষণিকভাবে জেলেদের নাম পরিচয় জানাতে পারেনি কোস্টগার্ড।