ফরাসি ও রুশ প্রতিরক্ষা মন্ত্রীর ফোনালাপ

0

টেলিফোনে কথা বলেছেন রাশিয়া ও ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রী। বুধবার তাদের মধ্যে এই কথোপকথন হয়।

গণমাধ্যমের প্রতিবেদনে এটিকে বিরল ফোনালাপ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে, কেননা গত ২০২২ সালের অক্টোবরের পর এটিই তাদের প্রথম আলাপ।

ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ফরাসি প্রতিরক্ষামন্ত্রী সোবাস্তিয়ান লেকুর্নো রুশ প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগুকে বলেছেন যে, সন্ত্রাস মোকাবেলায় এবং যতটুকু সম্ভব এই হুমকির বিরুদ্ধে লড়াইয়ের জন্যে বিনিময় জোরদারেও ফ্রান্স সবসময়ই প্রস্তুত।

এছাড়া ফরাসি মন্ত্রী ইউক্রেনে রুশ আগ্রাসনেরও নিন্দা করেন।

বিবৃতিতে বলা হয়, ইউরোপ মহাদেশে শান্তি ও নিরাপত্তার জন্য ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের লড়াইয়ে ফ্রান্স তার সহায়তা অব্যাহত রাখবে।

এদিকে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ইউক্রেনের আগ্রাসনের বিষয়ে পুতিনকে সতর্ক করতে ২০২২ সালে টেলিফোনে রুশ নেতার সাথে একের পর এক কথা বলেন। এমনকি ওই বছরের শুরুতে তিনি মস্কোও সফর করেন। ইউক্রেনের হামলার পরও ম্যাক্রোঁ পুতিনের সাথে যোগাযোগ অব্যাহত রাখেন। ম্যাক্রোঁ ২০২২ সালের সেপ্টেম্বরে পুতিনের সাথে সর্বশেষ যোগাযোগ করেন। সূত্র: ফ্রান্স২৪, রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here