চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধ শুরুর পর মিত্র দুই দেশের নেতাদ্বয়ের মধ্যে এটা প্রথম বৈঠক।
বৈঠকে প্রেসিডেন্ট পুতিন শি জিনপিংকে বলেন, ‘ইউক্রেন সংঘাত সমাধানে তিনি বেইজিংয়ের প্রস্তাব সম্মানের সাথে দেখেছেন।’
সোমবার স্থানীয় সময় দুপুর ১২টা ৫৯ মিনিটে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং তিন দিনের সফরে রাশিয়ায় পৌঁছান।
শি জিনপিংয়ের সফরের প্রাক্কালে চীনা সংবাদপত্রের জন্য লেখা এক নিবন্ধে পুতিন বলেছেন, মস্কো ও বেইজিংয়ের মধ্যে রাজনৈতিক ও সামরিক সম্পর্ক স্নায়ুযুদ্ধ যুগের তুলনায় সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পুতিন আরও বলেন, চীনের নেতার সঙ্গে বৈঠক নিয়ে তার অনেক প্রত্যাশা রয়েছে।