প্যারিস-বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক রাসেল আহমেদের সঞ্চালনায় ও সভাপতি শাহ সুহেল আহমদের সভাপতিত্বে প্যারিসের উপকণ্ঠ মেট্টো-হোসের স্হানীয় একটি রেস্টুরেন্টে এ সভায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এনায়েত হোসেন সোহেল।
স্বাধীনতা দিবসের আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক, আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনু, ফ্রান্স বিএনপির সাধারণ সম্পাদক এম এ তাহের, ফ্রান্স আওয়ামী লীগের সহ-সভাপতি শুভ্রত ভট্টাচার্য শুভ, আলী আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক কবি মুস্তফা হাসান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাহিন আরমান চৌধুরী, সঙ্গীত শিল্পী ও নির্মাতা আরিফ রানা, ঘাতক দালাক নির্মূল কমিটি ফ্রান্সের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু আলম, সলিডারিটিতে আজি ফ্রান্স (সাফ)-র প্রেসিডেন্ট নয়ন এনকে,আইছা প্রেসিডেন্ট উবায়দুল্লাহ কয়েছ, বিডি ফার্নিচারের স্বত্বাধিকারী মিয়া মাসুদ, ফ্রান্স-বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করিম আখঞ্জী, ইউরোবিডি২৪ নিউজের সম্পাদক ইমরান মাহমুদ, এইড পয়েন্টের পরিচালক ফয়ছল মাহমুদ, ফরাসি থিয়েটারকর্মী সোয়েব মোজাম্মেল, স্বেচ্ছাসেবক দল ফ্রান্সের সদস্য সচিব এম আলী চৌধুরী, বাংলাদেশ কালচারাল ফোরামের সভাপতি শাহ আলম মায়া, মন্ড্রিয়াল ট্রাভেলসের ইব্রাহীম হাসান, ইউরো বাংলা প্রেস ক্লাব ফ্রান্সের সভাপতি তাজ উদ্দিন, ইপিএস কমিউনিটি ইন ফ্রান্সের সভাপতি এলান খান চৌধুরী প্রমুখ ।