খোঁজ নেই মোস্ট ওয়ান্টেড ৬৪ আসামির

0

বছরের পর বছর ধরে খোঁজ মিলছে না পুলিশের লাল তালিকাভুক্ত মোস্ট ওয়ান্টেড ৬৪ আসামির। পুলিশের সংশ্লিষ্টরা বলছেন, বিভিন্ন দেশে অবস্থান করা এসব আসামির বিষয়ে সেসব দেশের পুলিশের কাছ থেকে যথাযথ তথ্য পাওয়া যাচ্ছে না।

ইন্টারপোলের ‘ওয়ান্টেড পারসন্স’ হিসেবে দীর্ঘদিন ধরেই সংস্থাটির ওয়েবসাইটে ঝুলছে বাংলাদেশের পলাতক ৬৪ শীর্ষ অপরাধীর নাম ও ছবি। এ তালিকায় রয়েছে- যুদ্ধাপরাধী, বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি, একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার সাজাপ্রাপ্ত আসামি, জাল নোট ব্যবসায়ী, পর্নো ছবির ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধে অভিযুক্তরা। মাঝে মধ্যে রেড নোটিস বা লাল তালিকাভুক্ত এসব ৬৪ অপরাধীর মধ্যে দুয়েকজন ভারত, দুবাই, নেপালে অবস্থানের খবর পেলেও ফেরত আনতে পারেনি পুলিশ। তবে এদের কারও সুনির্দিষ্ট অবস্থান সম্পর্কে জানে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ২০২০ সালে লিবিয়ায় ২৬ বাংলাদেশি হত্যাকাণ্ডের পর মানব পাচারকারীদের ধরতে ইন্টারপোলের সহযোগিতা চায় বাংলাদেশ। তাদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতারে রেড নোটিস জারি করেছে পুলিশের আন্তর্জাতিক সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here