পাকিস্তানের কোচ হচ্ছেন গিলেম্পি-কারস্টেন?

0

পাকিস্তানের কোচের পদ নিয়ে সবশেষ গুঞ্জন ছিল, গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পি হতে যাচ্ছেন পাকিস্তানের নতুন কোচ। অবশেষে সেই গুঞ্জন সত্যি হতে যাচ্ছে। এই দু’জনের ব্যাপারেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম জিও নিউজ।

জানা গেছে, কারস্টেন এবং গিলেস্পির সঙ্গে আলোচনা অনেকদূর এগিয়েছে। এখন কেবল আনুষ্ঠানিকতা বাকি। যেখানে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের দায়িত্ব পেতে পারেন কারস্টেন। টেস্ট দলকে সামলাবেন গিলেস্পি। আর কারস্টেন যখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত সময় পার করবেন তখন তিন সংস্করণের প্রধান কোচ থাকবেন গিলেস্পি।

এরপর অস্ট্রেলিয়ার সাবেক খেলোয়াড় শেন ওয়াটসনকে কোচ হিসেবে পেতে বিশাল অঙ্কের অর্থ অফার করে পিসিবি। ওয়াটসন ছাড়াও মাইক হেসন এবং অ্যাডাম ভোজকেও প্রস্তাব দিয়েছিল তারা। তবে তাদের তিনজনের কেউই রাজি হননি। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার লুক রনকির সঙ্গে প্রাথমিকভাবে আলোচনা করলেও সেটা বেশি দূর এগোয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here