পরমাণু অস্ত্র নিয়ে পুতিন হুমকি দেননি, আমেরিকা ‘ইচ্ছাকৃত বিকৃতি’ করছে: ক্রেমলিন

0

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দেননি, বরং মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টিকে ‘ইচ্ছাকৃতভাবে বিকৃতি’ করেছে বলে অভিযোগ করেছে ক্রেমলিন।

বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ অভিযোগ করেন।

পুতিনের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে সাংবাদিকদের বলেন, ওয়াশিংটন বুঝতে পেরেছে রাশিয়ার নেতা মস্কোর পারমাণবিক মতবাদ পুনর্ব্যক্ত করছেন। ইউক্রেন যুদ্ধে প্রেসিডেন্ট পুতিন পারমাণবিক অস্ত্র নিয়ে ‘বেপরোয়া এবং দায়িত্বজ্ঞানহীন’ বক্তব্য দিচ্ছেন।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন এ বিষয়ে একজন সাংবাদিকের প্রশ্নের উত্তর দিয়েছেন। একইসঙ্গে সাক্ষাৎকারে ইউক্রেনে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের ধারণা তার মাথায় কখনও আসেনি বলেও জানিয়েছেন।

হোয়াইট হাউসের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবে প্রসঙ্গের বাইরে নেওয়া হয়েছে। এই সাক্ষাৎকারে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কোনও হুমকি দেননি পুতিন। তিনি শুধু পারমাণবিক অস্ত্রের ব্যবহার অনিবার্য করে তুলতে পারে এমন কারণগুলো নিয়ে কথা বলছিলেন। সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here