পতাকা ছাড়া অলিম্পিকে অংশ নিতে পারবেন রাশিয়া-বেলারুশ প্রতিযোগীরা

0

২০২৪ সালের প্যারিস অলিম্পিকে যোগ দিতে পারবেন রাশিয়া এবং বেলারুশের অ্যাথলিটেরা। কিন্তু তারা দেশের প্রতিনিধিত্ব করতে পারবেন না। ব্যক্তিগতভাবে তাদের অলিম্পিকে যোগ দিতে হবে। নিরপেক্ষ কোনো সংস্থার বা গোষ্ঠীর পতাকা তারা ব্যবহার করতে পারে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু করার পর বিভিন্ন দেশে তা নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। রাশিয়াকে সমর্থন করছে বেলারুশ। দুই দেশের উপরেই একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে এই দুই দেশকে অলিম্পিকে যোগ দিতে হওয়া হবে কি না, তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল। 

গত সোমবার এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা হয়েছে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটিতে। সেখানেই সিদ্ধান্ত হয়েছে যে, এই দুই দেশের অ্যাথলিটেরা ব্যক্তিগতভাবে প্রতিযোগিতায় যোগ দিতে পারবে। 

এদিন, ফের একবার জানিয়ে দেওয়া হয়েছে, রাশিয়া এবং বেলারুশের কোনো সরকারি কর্মকর্তা অলিম্পিকে যোগ দিতে পারবেন না। এই দুই দেশের পতাকাও ব্যবহার করা যাবে না প্রতিযোগিতায়। 

কোনো কোনো খেলার ক্ষেত্রে এখনো প্রশ্ন থেকে গেছে। টেনিস, হকি, ফুটবলের মতো প্রতিযোগিতায় কীভাবে খেলোয়াড়রা অংশ নেবেন, তা এখনো স্পষ্ট নয়। এবিষয়ে কমিটি পরে তাদের অভিমত জানাবে। 

সূত্র : ডয়চে ভেলে ও সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here