নোয়াখালী সদরে ৬নং নোয়াখালী ইউনিয়ন পরিষদ ভবনের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, আধুনিকায়ন পতাকা ভাস্কর্য, শাহী দরবারের উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কর্মকাণ্ডের উদ্বোধন করেন।
সোমবার দুপুরে এই উপলক্ষ্যে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বক্তব্য রাখেন। নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা ইয়াসিন আরাফাতের সভাপত্বিত্তে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা, জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী তাজনাহার ওয়াদুদ কাজল ও ইউপি সচিব শহিদুল ইসলাম।